হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

পানিসম্পদ উপমন্ত্রী : যারা বালুখেকো তারা দেশের শত্রæ

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, যারা বালুখেকো তারা দেশের শত্রæ, লৌহজংয়ের শত্রæ ও টঙ্গীবাড়ির শত্রæ। বালুখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল মঙ্গলবার টঙ্গীবাড়ি উপজেলা ও লৌহজং উপজেলার গাঁওদিয়া লৌহজং-তেউটিয়া ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এনামুল হক শামীম বলেন, লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গীবাড়ি উপজেলার দীঘির পাড় পর্যন্ত ১৩ কিলোমিটার পদ্মা নদীর বাম তীরে ৪৭৮ কোটি টাকা ব্যয়ে নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে?।
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসন আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার, ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়