হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

দেওয়ানগঞ্জ : আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দেওয়ানগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন ও হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার ভোরে আশ্রয়ণ প্রকল্পের বিমালা বেগমের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ২০টি ঘর পুড়ে যায়। ঘরে থাকা সব মালামাল ছাই হয়ে যায়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়