হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার বন্দির মৃত্যু

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিডিআর বিদ্রোহ মামলার বন্দি মো. আবেদ আলীর (৫৭)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) তিনি অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন (৬০১ নম্বর) ওয়ার্ডে ভর্তি করা হয়। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, নিহত আবেদ আলী বিডিআর বিদ্রোহ মামলার বিচারাধীন কারাবন্দি ছিলেন। কেন্দ্রীয় কারাগারে গত ৭ তারিখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেকে ভর্তি করা হয়।

পরে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মুরাদপুর গ্রামে। তার হাজতি নম্বর ১৩৬০৯/১৯।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়