হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

আখাউড়া স্থলবন্দর : তিন মাস পর শুরু পণ্য আমদানি

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পেঁয়াজ আমদানির মাধ্যমে প্রায় ৩ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে।
গত সোমবার বিকালে পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে সচল হয়েছে আমদানি বাণিজ্য। এর আগে সবশেষ গত মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে ৩৮ টন ভাঙা পাথর আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে। স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর তিন মাস পর গত সোমবার বিকালে পেঁয়াজবোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছায়। গতকাল মঙ্গলবার দুপুরে পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠান।
দেশের বাজারে দাম বাড়তে থাকায় গত ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে করে ১০ টন পেঁয়াজ এসেছে। ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়