সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

সুনামগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সেমিনার

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে এবং আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহা শাখার প্রধান সাঈদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাকির হোসেন।
সেমিনারে বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ের বিভিন্ন তথ্যউপাত্ত তুলে ধরে আলোচনা করেন সেমিনারের প্রধান আলোচক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক।
সহকারী কমিশনার বুরহান উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়