সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

বোদায় কৃষকদের মাঝে যন্ত্রপাতি হস্তান্তর

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের পাওয়ার থ্রেসার (ধান মাড়াই মেশিন) হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি পাওয়ার থ্রেসার কৃষকের মাঝে হস্তান্তর করেন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমানের জিল্লুর, উপজেলা কৃষি অফিসার রাশেদুন্নবীসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বড়শশী ইউনিয়নের শাহীনূর ইসলামকে পাওয়ার থ্রেসার (ধান মাড়াই মেশিন) এবং পাঁচপীর ইউনিয়নের বেলাল হোসেন ও রশিদুল ইসলানকে আলু দাবা মেশিন (আলু গারা মেশিন) প্রদান করা হয়।
মেশিনগুলো বাজার মূল্যের ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দেয়া হয়েছে। পাওয়ার থ্রেসার মেশিনটির বাজার মূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা ও আলু দাবা মেশিনের বাজার মূল্য প্রতিটি প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়