সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

পাইকগাছা : নদীর চরে আটকা ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার শিবসা নদীর তীরে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ৬টায় পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চরে আটকা পড়ে ডলফিনটি।
এলাকাবাসী জানান, রাতের জোয়ারে হয়তো ডলফিনটি মাছ শিকার করার সময় চরে উঠে আটকা পড়ে। এলাকাবাসী বিশাল আকৃতির ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় তার মৃত্যু হয়।
স্থানীয় ভবেন্দ্র নাথ সানা বলেন, সকালে উঠে দেখি নদীর চরে একটি বিশাল আকারের মাছ বেঁধে আছে। পরে দেখা গেল এটি ডলফিন। সে কারণে মাছটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করতে গিয়ে দেখা যায় ডলফিনটি মারা গেছে। মৃত ডলফিনটি দেখতে হাজার হাজার মানুষ শিবসা নদীর চরে ভিড় জমাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়