সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

ডেমরা : মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরখাগড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার পরিবার ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকে।
নিহতের প্রতিবেশী সোহান বলেন, নাহিদ বামর জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, গতকাল সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাসায় আসছিল নাহিদ। পথে মোটরসাইকেল চাপায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি ডেমরা থানা পুলিশ দেখছে। নাহিদের লাশ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়