সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর সড়কের শাক্তা প্রহরী ভিটা এলাকা থেকে সালমা বেগম (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত রবিবার রাত ১১টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত নারীকে শ্বাসরোধে হত্যা করে। এর আগে নারীটিকে দুর্বৃত্তরা ধর্ষণ করতে পারে বলে ধারণা করছে পুলিশ ।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক সজীব জানান, তিনি অটোরিকশা নিয়ে রামেরকান্দা থেকে কোনাখোলা যাওয়ার পথে প্রহরীভিটা এলাকায় পৌঁছলে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের ঝোপঝাঁড়ে গেলে কালো বোরকা পরা এক নারীর মরদেহ দেখতে পান। এরপর জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পর্যবেক্ষণ করেছি। মরদেহের আলামত দেখে মনে হয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে তা জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ গতকাল সোমবার বলেন, ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পিবিআইয়ের মাধ্যমে তার নাম ঠিকানা জানতে পারি। তিনি খুলনা নগরীর বি কে মেইন রোডের আবাদুল খালেক শেখের কন্যা সালমা বেগম।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়