নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

ভর্তি পরীক্ষা : ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ২৩৫ শিক্ষার্থী। মোট পাস করেছে ৪ হাজার ৫২৬ শিক্ষার্থী। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৩ হাজার ৩১৭ জন, মানবিক বিভাগে ৬৩২ জন এবং বিজ্ঞান বিভাগে ৫৭৭ জন।
‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি আসন বরাদ্দ রয়েছে।
গত ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়