নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১:৪৪ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সাময়িক বিদ্যুৎ সমস্যার কারণে যারা লাফালাফি করছে, তারাও বাংলাদেশের উন্নয়ন ভোগ করছে।
পদ্মা সেতু, মেট্রোরেল, মসৃন রাস্তা, একেবারে তৃণমূল পর্যন্ত দৃষ্টিনন্দন স্কুল ভবন, ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের সুবিধা তারা নিচ্ছে। তারপরও স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। হঠাৎ করে বাংলাদেশের উন্নয়ন মিথ্যা করা যায় না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।
বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর কমিউনিটি সেন্টারে ছয় দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কখনোই দেউলিয়া হবে না। কারণ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক এড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়