নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

দুই দিনের সফরে আজ সিলেট যাচ্ছেন সিইসি : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : দুই দিনের সফরে আজ শুক্রবার সিলেট আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সফরসূচি অনুযায়ী আজ শুক্রবার রাত ৮টায় বিমানযোগে সিলেটে আসার কথা রয়েছে তার। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার বেলা ১১টায় নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এদিন বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এতে উপস্থিত থাকবেন সিটি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার।
এদিকে উচ্চ আদালতের নির্দেশে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়