নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

জবিতে রেজিস্ট্রার নিয়োগ : নিয়মের ব্যত্যয় বলছে ইউজিসি

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আরো এক বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশ অমান্যসহ নিয়মের ব্যত্যয় ঘটেছে।
এ বিষয়ে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান ভোরের কাগজকে বলেন, ‘নিয়ম হলো যদি পদ খালি হয় তবে বিজ্ঞাপন দিতে হবে দুইবার। একবার না পাওয়া গেলে দ্বিতীয়বার দিতে হবে। দ্বিতীয়বারেও না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লিখতে হবে যে, আমরা যোগ্য কাউকে পাচ্ছি না। আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চাচ্ছি। তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়াই হয়নি। তাই অবসরের পরে রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্তে নিয়মের ব্যত্যয় ঘটেছে।’
এ বিষয়ে ইউজিসি কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জগন্নাথের রেজিস্ট্রার পদ তো খালিই হয়নি। তার (ওহিদুজ্জামান) তো এখনো কয়েকদিন মেয়াদ আছে। বিষয়টি আমরা দেখব।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ জুন তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য ‘রেজিস্ট্রার’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
তবে এর আগে ২০২২ সালের ২০ মার্চ ইউজিসির এক আদেশে বলা হয়, কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন নিয়োগ দেয়া হয়েছে। ফলে প্রশাসনিক কার্যাদি সুচারুরূপে সম্পাদনে বিঘœœতার সৃষ্টি হচ্ছে। তাই ১০ বছরের অধিক বয়সের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উক্ত দপ্তরপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে অবিলম্বে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগের নির্দেশ দেয় ইউজিসি। কিন্তু ইউজিসির এ নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে রেজিস্ট্রার নিয়োগ দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শিক্ষক সমিতি ও সিনিয়র ডিনরা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে? আমরা উপাচার্যকে মানা করেছিলাম। নিয়মের ভিত্তিতে কাউকে ভারপ্রাপ্ত দিয়ে বা দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রার নিয়োগ দেয়া হোক। কিন্তু রেজিস্ট্রার নিয়োগে শিক্ষকদের কোনো পরামর্শ নেয়া হয়নি। ইউজিসির নির্দেশও মানা হলো না। রেজিস্ট্রার নিয়োগ দিয়েই বিদেশ চলে গেছেন উপাচার্য। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, নিয়ম মেনে ও ইউজিসিকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। নিয়মের ব্যত্যয় ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়