কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

সোহায়েল-মাহবুবুল মতবিনিময় : বন্দর ও চট্টগ্রামের উন্নয়নে সহযোগী হবে ব্যবসায়ীরা

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল এবং চট্টগ্রামের উন্নয়নে বন্দর কর্তৃপক্ষ (চবক) ও চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ বিশেষ করে বন্দর ব্যবহারকারীরা পরস্পরের সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে চিটাগাং চেম্বার সভাপতির সঙ্গে মতবিনিময়কালে তারা এ অভিমত ব্যক্ত করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বিশেষ করে বঙ্গবন্ধু টানেল ও মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর বাস্তবায়িত হওয়ায় চট্টগ্রামের প্রতি আকর্ষণ বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের। ফলে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। এতে চাপ বাড়ছে বন্দরে। আগামী দিনে দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের কথা বিবেচনা করে সরকার বে-টার্মিনাল প্রকল্প হাতে নিয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে বন্দর চেয়ারম্যানকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া দ্রুত অপারেটর নিয়োগসহ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু, আইএসপিএস কোড অনুযায়ী বন্দরকে আরো গতিশীল করতে কার্যকরী পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম বন্দরের রয়েছে গভীর সম্পর্ক। এই অগ্রগতির পেছনে রয়েছে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ভূমিকা। বন্দরকে আরো গতিশীল এবং উন্নত সমৃদ্ধ বন্দরে উন্নীত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি দ্রুত বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর ভিশন ও রপ্তানি লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়