কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

ঝিনাইদহ : বিনামূল্যে সার ও বীজ পেলেন ১৭৫০ কৃষক

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ১ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২০২২-২০২৩ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রোপা আমন ও উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।
গতকাল বুধবার সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল।
অনুষ্ঠানে জানানো হয়, মোট ১ হাজার ৭৫০ কৃষকের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে
এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়