কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

চান্দিনায় ৩০ উপকারভোগী পেল ঋণ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবারভিত্তিক ৩০ জন উপকারভোগীর মধ্যে ১৬ হাজার টাকা করে ৪ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজীম।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের আহমেদ, তারিকই সালমান রনি, সাবিত্রী রানি, মুন্নী, এমরান হোসেন প্রমুখ। এরপর অতিথিরা চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়