‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

ভেনেজুয়েলা : বৃষ্টি প্লাবিত সোনার খনিতে ১২ জনের প্রাণহানি

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। ভেনেজুয়েলার এল ক্যালাও শহরের কর্মকর্তারা গত শনিবার জানান, শুক্রবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সাতজনের মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওই সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন উল্লেখ করে এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তারা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ঢুকেছিলেন।’ সোনার খনিটি পেরুর আরেকুইপা অঞ্চলে অবস্থিত। এর আগে ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় ১ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৩৪ জন। দেশটির কর্তৃপক্ষ বৈধ ও অবৈধ খনি পরিদর্শন করে। তবে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়