‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

ব্যারিস্টার তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন বিএনপিপন্থি আইনজীবী শাহ আহমদ বাদল।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত এডহক কমিটির আহ্বায়ক শাহ আহমদ বাদল বলেন, মেয়র তাপসের ‘প্রধান বিচারপতি নিয়ে মন্তব্য’ আপিল বিভাগের নজরে আনা হয়েছিল। আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি।
গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র তাপস মন্তব্য করেন, ‘ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে…মনটা চায় আবার ইস্তফা (মেয়র পদ) দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। গত নির্বাচনের সাব-কমিটির আহ্বায়ক মশিউজ্জামানকে মনে করতাম ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে।

সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’
২৪ মে তাপসের এই বক্তব্যটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে ওই দিন বক্তব্যটির অংশবিশেষ পড়ে শোনান আমীর-উল ইসলাম। এ সময় তিনি প্রধান বিচারপতির উদ্দেশে বলেছিলেন, ‘সংক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে। মেয়র বলেছেন, একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম, মানবজমিনে এসেছে। গর্ব করে, যা দুর্ভাগ্যজনক।’ এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, ‘আমরা একটু দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন কোর্টের কাজ করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়