‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ : ক্ষতিপূরণ পাননি আহত শ্রমিকরা

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের এক বছরেও ক্ষতিপূরণ পাননি আহত অঙ্গ হারানো ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রদানে আঞ্চলিকতার অভিযোগে গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা।
সমাবেশে বক্তারা বলেন, স্মার্ট গ্রুপের মালিকানাধীন বিএম কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ফলে ক্ষতিপূরণে দেয়ার ক্ষেত্রেও আঞ্চলিকতার অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। গত বছরের ৫ জুন বিএম ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণ সংঘটিত হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের দ্বারে দ্বারে গত এক বছর ধরে ঘোরার পড়েও ক্ষতিপূরণ পায়নি অনেক ক্ষতিগ্রস্ত। বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হন অনেক শ্রমিক। তাদের কারো চোখ, কারো হাত, কারো পা, কারো মেরুদণ্ড, কারো সারা শরীর আগুনে দগ্ধ হয়। সবাই বিএম ডিপোর কেমিক্যালের বিষক্রিয়ায় অধিকাংশই যৌন ক্ষমতা হারিয়েছেন। এমতাবস্থায় বর্তমানে বিএম ডিপোতেও তাদের অবাঞ্ছিত করা হয়েছে। ডিপোর গেটে গেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। গত এক বছর তারা ভয়াবহ মানবতার জীবনযাপন করছেন। বক্তারা বিষয়টি প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ ও বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব জাহিদুল আলম, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু, চট্টগ্রাম হোটেল কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মির্জা আবুল বশর, বিএম ডিপোর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. অলিউল ইসলাম, মো. আজিম উদ্দিন, নুরুল আফসার, নয়ন বড়–য়া, নুর হোসেন (দিদার), আমিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আহতদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলেন কোনো কারণ না দেখিয়েই কর্তৃপক্ষ বুকিং বাতিল করে দেয় বলে অভিযোগ আয়োজকদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়