‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

বিএনপির ৪১ নেতাকে কারণ দর্শানোর নোটিস

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় ৪১ জন বর্তমান ও সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. ছালাহ উদ্দিনও (রিমন) আছেন। অন্যরা কাউন্সিলর প্রার্থী। চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাঠানো কারণ দর্শানোর নোটিস ইতোমধ্যে পাঠাতে শুরু করেছে সিলেট মহানগর বিএনপি।’
বিএনপি সূত্রে জানা গেছে, কেন দলের সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচন করছেন, সেটি চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরকে জানাতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গতকাল রবিবার রাতের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। যাদের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না, তাদের সশরীরে গিয়ে রবিবারের মধ্যেই চিঠি পৌঁছে দেয়া হবে। যাদের কারণ দর্শাতে বলা হয়েছে, তাদের জবাব পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেবে কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়