‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

ঢাকা ব্যাংকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবে মেটলাইফ এজেন্টরা

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা ব্যাংকের বিভিন্ন রিটেইল ব্যাংকিং সেবায় মেটলাইফ এজেন্টদের (ফিল্ড ফোর্স) বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক লিমিটেড। দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো এ ধরনের চুক্তি সম্পন্ন করা হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাব, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ নেয়ার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন মেটলাইফ এজেন্টরা। বিশেষ এই সুবিধাগুলো এমনভাবে নিয়ে আসা হয়েছে যেন তা মেটলাইফ বাংলাদেশের এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বিজ্ঞপ্তি
সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ। মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলা উদ্দিন বলেন, বিমা খাতে এজেন্টরা ক্রেডিট কার্ড ও ঋণের সুবিধা নিতে গিয়ে প্রায়ই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তিটি এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মধ্য দিয়ে আমাদের এজেন্টরা খুব সহজেই প্রয়োজনীয় আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাক আহমেদ বলেন, যাত্রার শুরু থেকেই গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে আসছে ঢাকা ব্যাংক। যুগান্তকারী এই উদ্যোগে মেটলাইফের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়