ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

কোনো অভিযোগ নেই

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১:২২ পূর্বাহ্ণ

কোনো অভিযোগ নেই, না আছে কোনো অনুযোগ! যেভাবে চলছে সেভাবেই চলুক।
তৃষ্ণা নিবারণ করবো বলে চাইলাম
এক আজলা জল,
আনলে তুমি আমার জন্য আস্ত এক টিউবওয়েল
মিটে গেলো তৃষ্ণা, বাধলো গণ্ডগোল।
ইচ্ছে করছিল শীতের মিষ্টি রোদে মুখোমুখি বসে দেখবো তোমায় চেয়ে,
এলে তুমি ভর দুপুরে
কড়া রোদে দাঁড় করিয়ে, আঁকলে স্কেচ।
না, ঘামি নাই। তবে ভেতরে ভেতরে
রোদের উত্তাপে উঠেছি জ্বলে
কিন্তু কিসের কি!
স্কেচটা হাতে পেয়ে সবই গেলাম ভুলে!
ভাবলাম এমন করে নিজেকে দেখিনি তো কোনো কালে!
আবার গোধূলি লগ্নে
আকাশ পানে চেয়ে
দেখছি লালের আভা।
তুমি এসে আকাশের বুকে বানালে স্বপ্নের ঘর
পথ বানিয়ে হাঁটালে আমায়
মহাশূন্যের ওপর।
হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি
আর কিছু না দেখি,
জমিনে তাকাতেই বুঝি
অন্ধকারে, বসে আছি একাকী।
একি যন্ত্রণা! অসহ্য বিড়ম্বনা!
তাই শেষ একটা সুযোগ দিয়ে তাকে
সিদ্ধান্ত নিতে চাই।
বললাম, ধরবে শক্ত করে
যেন, না যেতে পারি ছেড়ে
থাকতে চাই সারাজীবন তোমার বাহুডোরে।
শুনে সে কি আনন্দ!
ধরল আমায় কষে
প্রেম আবেগ সবই গেলো চাইলাম বাঁচতে
ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে অপলক চেয়ে থেকে,
বললাম অধম!
ভালোবাসার মানে বুঝো না,
শুধুই পাগলামি
যন্ত্রণাদায়ক এ প্রেম থেকে মুক্তি চাই আমি!
বেশি ভালো ভালো না, বুঝবে তুমি যেদিন
সেদিন এসো করবো বরণ
জীবন হবে রঙিন!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়