গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

লক্ষ্য গবেষণায় স্বচ্ছতা আনা : ঢাবিতে প্লেজারিজম নীতিমালা চূড়ান্ত

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : গবেষণায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিতের লক্ষ্যে ‘চৌর্যবৃত্তি’ বা প্লেজারিজম (চষধমরধৎরংস) নীতিমালা চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গবেষণায় নকল বা সামঞ্জস্যের মাত্রা অনুযায়ী সংশোধনের সুযোগ দেয়া সাপেক্ষে জরিমানা, ডিগ্রি বাতিল ও পদাবনতি, এমনকি সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে এ নীতিমালায়।
এছাড়া পিএইচডি গবেষণায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে প্লেজারিজমের (তথ্য চুরি) অভিযোগে তদন্ত কমিটি গঠন ও একই সঙ্গে বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করা ব্যবসায় শিক্ষা প্রশাসনের (আইবিএ) সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়।
নীতিমালায় বলা হয়েছে, গবেষণায় ২০ শতাংশ পর্যন্ত সামঞ্জস্য ‘গ্রহণযোগ্য’ (লেভেল-০)। এক্ষেত্রে একক উৎস থেকে সর্বোচ্চ ২ শতাংশের বেশি তথ্য ব্যবহার করা যাবে না। এর বেশি মাত্রার সামঞ্জস্যের জন্য দায়ী ব্যক্তিদের জরিমানা, পদাবনতি, ডিগ্রি বাতিল থেকে চাকরিচ্যুতি পর্যন্ত শাস্তির মুখে পড়তে হবে। নীতিমালায় অন্য মাত্রাগুলো হলো- নি¤œ (লেভেল-১), মধ্য (লেভেল-২), উচ্চ (লেভেল-৩) ও পুনরাবৃত্তি (লেভেল-৪)। গবেষণায় ২০-৪০ শতাংশ পর্যন্ত সামঞ্জস্য নি¤œ, ৪০-৬০ শতাংশ মধ্য এবং ৬০ শতাংশের বেশি সামঞ্জস্য উচ্চমাত্রার সামঞ্জস্য হিসেবে গণ্য হবে।
এদিকে অধ্যাপক রেবেকা সুলতানার লেখা ‘বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা’ শীর্ষক প্রবন্ধে ৫৩ শতাংশ নকলের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। প্রবন্ধটি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নাজমুল করিম স্টাডি সেন্টারের জার্নাল অব সোশিওলজির (সমাজবিজ্ঞান পত্রিকা) একাদশতম ভলিউমের ২য় সংখ্যায় (২০২০ সালের জুলাই-ডিসেম্বরে প্রকাশিত) লিখেছিলেন।
নীতিমালা ও দুজন শিক্ষকের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার বিষয়ে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্লেজারিজম নীতিমালা চূড়ান্ত হয়েছে। এ নীতিমালায় গবেষণা নকলের মাত্রা অনুযায়ী সংশোধন করা সাপেক্ষে জরিমানা, ডিগ্রি বাতিল, পদাবনতি ও চাকরিচ্যুতিসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আইবিএর একজন শিক্ষক বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করার অভিযোগে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। এটা নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ রয়েছে, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বিষয়টির সত্যতা পেয়েছে। অধিক তদন্তের জন্য উপউপাচার্যকে (শিক্ষা) প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘দ্য রুলস ফর দ্য প্রিভেনশন অব প্লেজারিজম’ শীর্ষক নীতিমালাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। এরপর সেটি ডিনস কমিটির মিটিংয়ে উত্থাপন করার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হয়।
বলা হচ্ছে, ২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সুপারিশের আলোকে এই নীতিমালা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়