গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

প্রকৌশলী মো. রমজান আলী : পানি উন্নয়ন বোর্ডের নতুন ডিজি হিসেবে যোগদান

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক গতকাল বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমরিজিয়ন) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাইস্কুল থেকে ১ম বিভাগে এসএসসি এবং ১৯৮২ সালে বগুড়া সরকারি আজিজুলহক কলেজ থেকে ১ম বিভাগে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী থেকে বি.এস-সি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ১ম শ্রেণিতে ১ম হন। ২০০৪ সালে ভারত সরকারের কলম্বো প্লান স্কলার শীপে ডেপুটেশন এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, রুরকী থেকে এম.এস-সিইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ প্রকল্পে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক ১৯৬৪ সালে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কয়াকুঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর আজীবন ফেলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়