গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

পাঁচ লাখ শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়াবে চসিক

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ আগামী ৪-১০ জুন পর্যন্ত নগরীর পাঁচ লাখ শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক এডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডভোকেসি সভায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ৪ থেকে ১০ জুন নগরীর ৪১টি ওয়ার্ডে ৫ লাখ ছাত্রছাত্রী এবং স্কুলবহির্ভূত শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমিনাশক ট্যাবলেট না খাওয়ালে ৫-১৬ বছর বয়সি শিশুরা অপুষ্টিতে এবং শারীরিক ও মানসিক রোগে ভোগে। তাই বছরে দুইবার কৃমিনাশক ঔষধ সেবন কার্যক্রম পরিচালিত হয়। তিনি বরাবরের মতো উক্ত জাতীয় কৃমিনাশক ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সব জোনাল মেডিকেল অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
সভায় চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আব্দুস সালাম মাসুম বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চসিক। শিশুদের স্বাস্থ্য রক্ষায় এই টিকাদান কার্যক্রমকে সফল করতে হবে। বিশেষ করে এবার প্রচণ্ড গরমে কোনো অভিভাবক যাতে সন্তানকে কৃমির ঔষধ খাওয়ানো থেকে বিরত না থাকেন সে ব্যাপারে প্রয়োজনে কাউন্সেলিং করতে হবে। সভায় উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. রিয়াজ আহমেদ, ডা. দীপা ত্রিপুরা, ডা. ইফফাত জাহান। মূল কর্মসূচি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়