জাহাঙ্গীরের প্রক্সি জায়েদার জয় : মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে জায়েদা খাতুন ২,৩৮,৯৩৪ ও আজমত উল্লা ২,২২,৭৩৭ ভোট

আগের সংবাদ

নতুন শঙ্কায় পোশাক খাত : যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ক্রয়াদেশ কমছে > বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা

পরের সংবাদ

নতুন জুটি

প্রকাশিত: মে ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘ওয়ার’ আর ‘পাঠান’-এর মতো ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের ‘পাঠান’ তো ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড। ছবি এক হাজার কোটির ব্যবসা করেছে, যা চলতি বছরের সর্বাধিক উপার্জিত ছবি। এবার খবর বলছে, খুব জলদি সিদ্ধার্থ আনন্দ জুটি বাঁধবেন সাইফ আলি খানের সঙ্গে। ১৬ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। ২০০৪ সালের ‘হাম তুম’ ছবিতে কুণাল কোহলির সহ-পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। এরপর ২০০৫ সাল আসে ‘সালাম নমস্তে’, যাতে পরিচালক হিসেবে ডেব্যু করেন সিদ্ধার্থ আনন্দ। যাতে মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান আর প্রীতি জিনতা। এবার ফের একসঙ্গে জুটি বাঁধলেন সিদ্ধার্থ আনন্দ আর সাইফ আলি খান, ১৬ বছর পর, নেটফ্লিক্সের একটি অ্যাকশন সিনেমার জন্য। তবে সিদ্ধার্থ এই ছবির প্রযোজক, তার নিজের একজন সহ-পরিচালক করবেন এই সিনেমার পরিচালনা। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে এটি একটি ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। যা সাইফকে মুখ্য চরিত্রে রেখে একটি উদ্ধার অভিযান নিয়ে নির্মিত হবে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রজেক্টটির ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। সাইফ নিজেও খুব উত্তেজিত নতুন আসা এই প্রজেক্ট নিয়ে। সিদ্ধার্থ আপাতত ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ নিয়ে, যাতে মুখ্য চরিত্রে আছেন হৃতিক রোশন, অনিল কাপুর এবং দীপিকা পাড়ুকোন। এদিকে সাইফ অপেক্ষা করছেন ‘আদিপুরুষ’ মুক্তির। যেখানে তাকে দেখা যাবে লঙ্কেশর রাবণের চরিত্রে। ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’। ওম রাউতের পরিচালনায় তৈরি এই সিনেমা যতই মুক্তির কাছাকাছি আসছে, ততই বাড়ছে বিতর্ক। মাঝে তো শোনা গিয়েছিল, সাইফকে নাকি এই ছবির প্রচারের অংশও করা হবে না। রাবণের চরিত্র নিয়ে যেহেতু সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তাই হয়তো নির্মাতারা সাইফকে দূরেও রাখতে পারেন প্রচারের সময়। যদিও মুখ খোলেনি গোটা টিম এখনো। সঙ্গে শোনা যায়, সিনেমার রাম অর্থাৎ প্রভাসের ওপর পুরোপুরি ফোকাস ধরে রাখতে চাইছেন নির্মাতারা। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়