বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারে অবৈধ বরাদ্দ : শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আফজালের বিরুদ্ধে

আগের সংবাদ

যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ : এনইসি সভায় ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

পরের সংবাদ

এক আমের দাম ২৪,৭৩৫ টাকা!

প্রকাশিত: মে ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মাত্র একটি আমের দাম ২৪ হাজার ৭৩৫ টাকা। বিশ্বাস না হলেও খবরটা একেবারে সত্য। জাপানের হিরোউকি নাকাগাওয়া মাত্র একটি আম বিক্রি করেন ২৩০ ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার ৭৩৫ টাকা। এর মধ্য দিয়ে তার উৎপাদিত আম বিশ্বের সবচেয়ে দামি আমে পরিণত হয়েছে। কেন একটি আমের এত দাম? এ প্রশ্নের উত্তরে একটি খবর প্রকাশ করেছে ব্লæমবার্গ। তাতে বলা হয়েছে, হিরোউকি নাকাগাওয়ার বসবাস হোক্কাইডো দ্বীপে। সেখানকার ওটোফুকে খামারে তিনি বিশেষ ব্যবস্থায় এই আম ফলান।
ডিসেম্বরের প্রথমদিকে যখন বাইরে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সবকিছু জমে বরফ হয়ে যায়, তখন তিনি গ্রিনহাউসের ভেতর এই আম চাষ করেন। এই আম সাধারণ আমের চেয়ে অনেক বেশি মিষ্টি। এতে চিনির ঘনত্বের পরিমাণ থাকে প্রায় ১৫ গুণ। ২০১৪ সালে ইসেতান নামের ডিপার্টমেন্ট স্টোর তার উৎপাদিত একটি আম টোকিওর শিনজুকুতে প্রদর্শন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়