রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেন মারা গেছেন

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : দেশের প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট কবীর হোসেন মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ২টা ৫০ নিমিটে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
কবীর হোসেন স্ত্রী নারগিস বেগম, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী নগরীর উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ১৭৩/৩ নম্বর বাড়িতে বসবাস করতেন। কবীর হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। গত সোমবার পিত্তথলিতে জ্বালাপোড়া শুরু করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে দেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়