রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

বরগুনা পাসপোর্ট অফিস : গ্রাহক হয়রানি করায় সহকারী পরিচালককে আদালতে তলব

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বরগুনা প্রতিনিধি : গ্রাহক হয়রানির অভিযোগে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলামকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করা হয়েছে। আগামী ১০ মে আদালতে সশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার এ আদেশ দেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, গত মঙ্গলবার মোহাম্মদ জহিরুল ইসলাম নামে একজন সেবাগ্রহীতা বরগুনা পাসপোর্ট অফিসে আসেন। তিনি পাসপোর্টে মোহাম্মদ জহিরুল ইসলামের স্থলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এমডি জহিরুল ইসলাম লিখে সংশোধন করতে চান। এ সময় পাসপোর্ট অফিস থেকে তাকে এফিডেভিট করে নিয়ে আসার জন্য বলা হয়। কিন্তু ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা অনুসারে তা করার প্রয়োজন নেই। জহিরুল ইসলাম আদালতে এফিডেভিট করতে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেনের নজরে আসে বিষয়টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়