রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

চবি উপাচার্য : গবেষণা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)-এর মধ্যে ‘একাডেমিক এক্সচেঞ্জ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বিসিএসআইআরের ল্যাবরেটরি হলরুমে চবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিসিএসআইআরের পক্ষে বিসিএসআইআর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব আলী শেখ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান গবেষণা ও জ্ঞান চর্চার সর্বোচ্চ পাদপীঠ। জ্ঞান গবেষণা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা যেমন সম্ভব নয়, তেমনি বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়ানোও সম্ভব নয়। তাই আমাদের শিক্ষক-গবেষকদের নতুন নতুন গবেষণায় মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, চুক্তির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা এবং বিসিএসআইআরের গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা ও নতুন উদ্ভাবনের দ্বার উন্মোচিত হবে।
এ সময় চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। এতে চবির শিক্ষক-গবেষকদের মধ্যে বক্তব্য রাখেন চবি আইন অনুষদের ডিন ও চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা সেলের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও ওই চুক্তির ফোকাল পয়েন্ট ড. সুমন গাঙ্গুলী, বিসিএসআইআর চট্টগ্রামের পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা, বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন ও বিসিএসআইআরের সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মো. সরওয়ার জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএসআইআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ জে এম মোরশেদ (সোহাগ)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-গবেষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়