রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

ক্রিমিয়া সেতুর কাছে জ্বালানি ডিপোতে আগুন

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুর কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন লেগেছে। গতকাল বুধবার ভোরে এখানে আগুন লাগে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েক দিন আগে ক্রিমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার জন্য ইউক্রেনকে দায় দিয়েছিল রাশিয়া।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে লাল রঙে সতর্ককারী ‘দাহ্য পদার্থ’ লেখা বড় বড় ট্যাংকির ওপর দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে; যদিও রয়টার্স এসব ভিডিও বা আগ্নিকাণ্ডের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেন থেকে আজভ সাগর পেরিয়ে রাশিয়ার পশ্চিম উপকূলের ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাচিভ টেলিগ্রামে বলেছেন, ‘আগুনটিকে সর্বোচ্চ অসুবিধাজনক বলে শ্রেণিকরণ করা হয়েছে।’ তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

কন্দ্রাচিভ জানিয়েছেন, ভলনা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ক্ষুদ্র পল্লীটি কের্চ প্রণালির উপর দিয়ে যাওয়া ক্রিমিয়া সেতুটির খুব কাছে।
গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে রাশিয়ার বাহিনীগুলো ক্রিমিয়ায় আসা যাওয়া করে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয়।
শনিবার ক্রিমিয়ার সেবাস্তাপোল বন্দরে রাশিয়ার একটি জ্বালানি গুদামে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।
ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের কোনো হামলার দায়ই স্বীকার করেনি কিয়েভ, সেবাস্তাপোলের ক্ষেত্রেও সে ধারা বজায় রেখেছে তারা।
সোমবার ইউক্রেনের সীমান্তসংলগ্ন রাশিয়ার ব্রাইয়ানস্ক অঞ্চলে কয়েকটি বিস্ফোরণে একটি ট্রেন লাইনচ্যুত হয়, দুই দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনপন্থি গোষ্ঠীগুলো রাশিয়ার বিভিন্ন অংশে নাশকতামূলক হামলার ঘটনা ঘটাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়