মহাসড়ক অবরোধ : কালিয়াকৈরে ইফতার খেয়ে মৃত্যু তিন শ্রমিকের

আগের সংবাদ

উৎসব ঘিরে চাঙা অর্থনীতি : অতিরিক্ত লেনদেন দেড় লাখ কোটি টাকার বেশি, ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১০ হাজার কোটি টাকা

পরের সংবাদ

ভাঙ্গা : ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে গত রবিবার রাতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে শামসুল মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, তারাবির নামাজের সময় প্রবাসী খায়রুল মীরের দুই ছেলে পুখুরিয়া বাসস্ট্যান্ডে আছে কেনা কাটা করার জন্য।
এ সময় খায়রুল মীরের ছোট ছেলে রিতাজুল মীরকে (৮) হাত ধরে টেনে নিয়ে পালাতে চেষ্টা করেন শামসুল মোল্লা। ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন এসে সেসময় তাকে গণপিটুনি দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, শামসুুল মোল্লার বিরুদ্ধে মাদকাসক্তসহ একাধিক অভিযোগ রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি থানায়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়