মহাসড়ক অবরোধ : কালিয়াকৈরে ইফতার খেয়ে মৃত্যু তিন শ্রমিকের

আগের সংবাদ

উৎসব ঘিরে চাঙা অর্থনীতি : অতিরিক্ত লেনদেন দেড় লাখ কোটি টাকার বেশি, ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১০ হাজার কোটি টাকা

পরের সংবাদ

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
বেড়া (পাবনা) : বেড়ায় গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিতম হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিজু তামান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা প.প কর্মকর্তা ডা. ফাতেমা তুর্য জান্নাত, ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, বেড়া থানার ওসি হাদিউল ইসলাম।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মাস্টার, কৃষি কমৃকর্তা তানভীর আহমেদ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, সমাজসেবা অফিসার নূরুল ইসলাম প্রমূখ। অপরদিকে উপজেলার রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, ১ মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ীতে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সদরপুর(ফরিদপুর) : সদরপুরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দুপুরে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আঃ রফিক মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা বিধান রায়, পল্লি উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এমএ গাফ্ফার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়