ঢাকার চার শতাংশ বাড়িতে এডিস মশা বহুতল ভবনে বেশি

আগের সংবাদ

রাজধানীতে কয়েক শ মার্কেট ভবন বিভিন্ন মাত্রায় অগ্নিঝুঁকিপূর্ণ চিহ্নিত ‘ঝুঁকিমুক্ত’ করার দায়িত্ব কার?

পরের সংবাদ

অ্যান্ড্রয়েডের গোপন কোড

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অনেকেই গোপন কোডের ব্যাপারে জানেন না। এসব কোড একেক ধরনের তথ্য ও সুবিধা দিয়ে থাকে। গোপন এসব কোড ব্যবহার করে হিডেন সেটিংস অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে-

ইনফো মেন্যু: অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেন্যু একবারে বের করতে হলে কি-প্যাডে *#*#৪৬৩৬#*#* ডায়াল করতে হবে। এতে সহজেই ফোনের ইনফো মেন্যুতে যাওয়া যাবে।

ক্যামেরা ইনফরমেশন: ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে *#*#৩৪৯৭১৫৩৯#*#* ডায়াল করতে হবে। এরপর ডিসপ্লেতে ডিভাইস ক্যামেরার যাবতীয় তথ্য চলে আসবে। ক্যামেরার কোথাও সমস্যা থাকলে বা পরিবর্তন করতে হলে সেটিও জানা যাবে।

আইএমইআইই নম্বর: ফোনের আইএমইআইই নম্বর জেনে রাখা খুবই জরুরি। বিশেষ করে সেলফোন চুরি হলে এটি দিয়ে থানায় অভিযোগ জানাতে হয়। সহজে আইএমইআইই নম্বর জানার জন্য কি-প্যাডে টাইপ *#০৬# করতে হবে। দুটি আইএমইআইই নম্বর দেখানো হবে।

ফার্মওয়্যার তথ্য: *#*#৪৯৮৬*২৬৫০৪৬৮#*#* এ কোডটি ডিভাইসের ফার্মওয়্যার তথ্যের সঙ্গে যুক্ত মূল তথ্য দেখিয়ে থাকে।

এফটিএ সফটওয়্যার ভার্সন: অ্যান্ড্রয়েড ফোনটির এফটিএ সফটওয়্যার ভার্সন জানতে *#*#১১১১#*#* ডায়াল করতে হবে।

হার্ডওয়্যার ভার্সন: কি-প্যাডে *#*#২২২২#*#* ডায়াল করার মাধ্যমে ফোনের হার্ডওয়্যার ভার্সন সম্পর্কে জানা যাবে।

ব্লæটুথ অ্যাড্রেস: অ্যান্ড্রয়েড ফোনের ব্লæটুথ অ্যাড্রেস জানতে চাইলে ডায়াল করতে হবে *#*#২৩২৩৩৭#*# ।

ডিভাইসের তথ্য মুছে ফেলার জন্য: দ্রুত সময়ের মধ্যে ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলতে *২৭৬৭*৩৮৫৫# ডায়াল করতে হবে।

পাওয়ার বাটনে পরিবর্তন আনতে: পাওয়ার বোতামের আচরণ পরিবর্তন করার জন্যও আলাদা কোড রয়েছে। জরুরি পরিস্থিতিতে ডিভাইস দ্রুত বন্ধ করতে চাইলে *#*#৭৫৯৪#*#* কোডটি ব্যবহার করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়