তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রিতে ওঠার শঙ্কা আগামী সপ্তাহে

আগের সংবাদ

বাঙালি, তুমি দাঁড়াবে কোথায়?

পরের সংবাদ

সন্তান জন্ম দিলেই কাঁড়ি কাঁড়ি অর্থ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উপকণ্ঠে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন কোউন জং-হো ও চো নাম-হি দম্পতি। তাদের সংসারে জু-হা নামের ১৭ মাসের এক ছেলেসন্তান রয়েছে।
লালনপালনের জন্য নবজাতকের বয়স এক বছর হওয়ার আগপর্যন্ত প্রতি মাসে ৫২৮ ডলার করে দেয়া হয়। আর সন্তানের বয়স এক থেকে দুই বছরের মধ্যে হলে দেয়া হয় মাসে ২৬৪ ডলার। ২০২৪ সাল থেকে মাসিক সহায়তার এই পরিমাণ বেড়ে হবে যথাক্রমে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার। শুধু তা–ই নয়, সন্তানের স্কুলে যাওয়ার বয়স হওয়ার আগপর্যন্ত মাসে ১৫১ ডলার করে সহায়তা দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। নি¤œআয়ের পরিবার ও একাকী বাবা-মায়েরা আরো আনুষঙ্গিক সহায়তা পান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়