১০৪ কোটি টাকা আত্মসাৎ : হোমল্যান্ড লাইফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগের সংবাদ

মনোনয়নে আ.লীগের গুরুত্ব তৃণমূল : চ্যালেঞ্জে শতাধিক এমপি, চাপের মুখে সাংগঠনিক সম্পাদকরা, জেলার পর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক

পরের সংবাদ

মাইলস্টোন কলেজে ২০তম ব্যাচের ব্যাজ প্রদান

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাইলস্টোন কলেজে ২০তম ব্যাচে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক ব্যাজ প্রদান করা হয়েছে। গত ২৮ মার্চ উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১১১ জন ছাত্রছাত্রীকে মর্যাদাপূর্ণ এই ব্যাজ প্রদান করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের ব্যাজ পরিয়ে দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। অনুষ্ঠানে উপাধ্যক্ষবৃন্দ, অনুষদ সদস্য এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ইংরেজি ভার্সনের শিক্ষার্থী রুবাইয়া ইসলামকে ২০তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন ব্যাজ প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবারো মেধা, যোগ্যতা, নেতৃত্ববোধের মতো নানাবিধ গুণাবলি বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে যথাক্রমে-কলেজ ক্যাপ্টেন, সহকারী কলেজ ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন, সহকারি স্পোর্টস ক্যাপ্টেন, কালচারাল ক্যাপ্টেন, সহকারী কালচারাল ক্যাপ্টেন এবং সার্জেন্ট ব্যাজ প্রদান করা হয়।

ক্যাপশন : উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে এক ছাত্রীকে ব্যাজ প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়