ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ টেলিভিশন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্ক আয়োজন ও প্রচার করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬৪ দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত পর্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এ পর্বের বিষয় ছিল ‘শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক’। অংশগ্রহণকারী দল দুটির মধ্যে বিজয়ী হয়েছে কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ২৮ মার্চ বিকালে বিটিভির ঢাকা কেন্দ্রের শহীদ মনিরুল আলম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতার্কিকদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সভাপতি ছিলেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ। এ অনুষ্ঠানে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্মাননা স্মারক তুলে দেন বিটিভির ঢাকা কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে সম্মাননা স্মারক তুলে দেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়