ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

প্রতিবেশিকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন, গ্রেপ্তার ২

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : জায়গা-জমির বিরোধের জেরে প্রতিবেশিকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। তাদের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গত ২৮ মার্চ রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সজল কান্তি দে (৫৮) ও নাছির উদ্দিন (৩৫)।
ভূজপুর থানার ওসি মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, নাছির নামে একজন কল দিয়ে জনৈক নিকাশ চন্দ্রের বাড়িতে অস্ত্র মজুদ থাকার তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করি। তবে শুরু থেকে আমাদের কাছে এ ঘটনা রহস্যজনক বলে মনে হচ্ছিল। আমরা সংবাদদাতা নাছিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। নাছির জানায়, দুই প্রতিবেশি সজল ও নিকাশের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নিকাশকে ফাঁসাতে তার বাড়িতে সজল অস্ত্র রাখার পরিকল্পনা করেন। নাছির এ কাজে সজলকে সহযোগিতা করেন।
নাছিরের তথ্যে সজলকে গ্রেপ্তারের পর দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়