বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

মাধুরীর পক্ষে নেটফ্লিক্সকে উকিল নোটিস

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :: ওয়েব সিরিজ ‘বিগ ব্যাং থিওরি’র নতুন সিজনের একটি এপিসোডে এক সংলাপে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করায় নেটফ্লিক্সকে উকিল নোটিস পাঠানো হয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে উকিল নোটিস পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। টুইটে নিজেকে মাধুরীর একজন ভক্ত হিসেবে পরিচয় দেয়া বিজয় কুমারের অভিযোগ ‘বিগ ব্যাং থিওরি’র একটি এপিসোডে মাধুরীকে ‘কুষ্ঠ আক্রান্ত যৌনকর্মী’ বলে সম্বোধন করা হয়েছে। বিজয় কুমারের ভাষ্য, এই ধরনের সম্বোধন ‘অপমানজনক এবং সম্মানহানিকর’। ওই এপিসোডটি সরানোর দাবি জানিয়ে বিজয় কুমার বলেছেন, এর মাধ্যমে নারীবিদ্বেষ ছড়িয়ে দেয়া হচ্ছে। টুইটে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করেছেন বিজয়। ‘বিগ ব্যাগ থিওরি’তে মাধুরী দীক্ষিতকে নিয়ে যে অবমাননাকর শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ওই শব্দটি একজন অভিনেত্রীর মর্যাদা খাটো করে। চার বিজ্ঞানীর জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে ‘বিগ ব্যাং থিওরি’, যারা বাস করেন ক্যালিফোর্নিয়ায়। আপত্তি উঠেছে সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম পর্ব ‘দ্য ব্যাড ফিশ প্যারাডাইম’ নিয়ে। সেখানে ভারতীয় অভিনেতা রাজ কোঠারপাল্লি এবং আমেরিকান অভিনেতা শেলডন কুপারের মধ্যে কথোপকথনের সময় বলিউড অভিনেত্রীদের প্রসঙ্গ আসে। ওই পর্বে দেখানো হয়, হিন্দি সিনেমা ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার গানে আমিশা প্যাটেলকে দেখে কুপার জিজ্ঞাসা করেন, ‘এই অভিনেত্রী কি ঐশ্বরিয়া রাই?’ উত্তরে রাজ শুধু বলেন, ‘অসামান্য অভিনেত্রী।’ এ কথা শুনে কুপার বলেন, ‘উনি (ঐশ্বরিয়া) তাহলে গরিবের মাধুরী দীক্ষিত।’ এরপর রাজ বলেন, ‘ঐশ্বরিয়া রাই একজন দেবী, আর সেই তুলনায় মাধুরী দীক্ষিত একজন কুষ্ঠরোগাক্রান্ত যৌনকর্মী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়