বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

বাসায় ফিরেছেন শারমিন আঁখি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক :: দুই মাস আগে মিরপুরে শুটিং সেটে বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই মাস চিকিৎসা নিয়ে গতকাল বাসায় ফিরেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৮ মার্চ সংবাদ সম্মেলনে অভিনেত্রী শারমিন আঁখি বলেন, ‘আমি মেকআপ শেষ করে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেলাম। গিয়ে বসার পরে দেখলাম, স্পার্কিংয়ের মতো হচ্ছে। হুট করে স্পার্কিং হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দুই হাত দিয়ে মুখ ঢাকি। তখনই ব্রাস্ট হয়ে যায়। আমি ছিটকে এসে বাইরে পড়ে গেছি। আমি ফিট হয়ে যাই। তখন আমি একাই ছিলাম। একাই উঠে দাঁড়াই। তখন চোখের সামনেই দেখি, আমার হাত-পায়ের মাংস ফেটে যাচ্ছে। কিছু অংশ ঝুলতে থাকে। পরে সবাই এলে হাসপাতালে আসি। সেইদিনের ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা এভাবে বর্ণনা করেন শারমিন আঁখি। আঁখি বলেন, আমি এখানকার চিকিৎসকদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাদের সহযোগিতা না থাকলে আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। তারা এখন পর্যন্ত আমাকে মানসিক সহযোগিতা এবং চিকিৎসা করেছে তা অতুলনীয়। বিশেষ করে আল্লাহর রহমত ছাড়া আমি হয়তো বেঁচে ফিরতাম না। ঘটনার সঙ্গে কেউ জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কাউকে সন্দেহ করি না। এমনকি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও জানি না। তবে আর যতটুকু মনে আছে, বাথরুমের দেয়ালে থেকে কাঁচা রংয়ের গন্ধ আসছিল। অ্যাডজাস্টার ফ্যানও চলছিল না। সে এক ভয়াবহ দৃশ্য। আমি চাই না পৃথিবীতে আর কেউ এমন দৃশ্য দেখুক। অভিনেত্রীর স্বামী রাহাত কবির বলেন, ‘আমি সব সময় ওর পাশে ছিলাম। আগামীতেও সব যুদ্ধে ওর পাশে থাকব। তবে এই ঘটনায় শুটিং হাউস মালিকের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে আঁখির জায়গায় যদি নুসরাত ইমরোজ দিশা থাকত। তবে এতদিনে ঘটনাটিকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হতো। যেটা আমার স্ত্রীর বেলায় হয়নি।’ অভিনেত্রী আঁখি আরো বলেন, ‘আগামীর দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন বলে আশাকরি। আমাকে নতুন করে যুদ্ধ করতে হবে। আমার সাহস ও মনের শক্তি দিয়ে বাকি পথ চলবেন বলে জানিয়েছেন তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়