বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

নতুন বিতর্কে তাপসী

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে হিন্দুধর্মের ভাবাবেগের মূলে আঘাত হানার অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন ইন্দওরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক একলব্য সিংহ গৌর। বিজেপি সাংসদ মালিনী গৌরের পুত্র তিনি। তাপসীর খোলামেলা পোশাকের সঙ্গে দেবী ল²ীর মূর্তি বসানো নেকলেসের সাজ দেখে ঈশ্বরের অবমাননার অভিযোগ এনেছেন একলব্য। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। গত ১২ মার্চ মুম্বাইয়ে এক ফ্যাশন শোয়ের র‌্যাম্পে হেঁটেছিলেন তাপসী। পরনে ছিল পোশাকশিল্পী মনীষা জয়সিংহের বানানো লাল গাউন, যার গলা থেকে নাভি পর্যন্ত খোলা। অর্ধ উন্মুক্ত বুকে শোভা পাচ্ছিল সোনালি চোকার জাতীয় ভারী নেকলেস। তার মাঝে লকেটের মতো বসানো ছিল ল²ী দেবীর মূর্তি। সেই সাজে একগাল হাসি নিয়ে ছবিও তোলেন অভিনেত্রী। তবে সমাজিকমাধ্যমে পোস্ট করার পর থেকেই সমালোচনার সূত্রপাত। তাপসীর গলার ওই গহনা নিয়ে শুরু হয় বিতর্ক। বহু নিন্দুকের পাশাপাশি এবার অভিযোগ আনেন সাংসদপুত্র একলব্যও। তার দাবি, ‘সনাতন হিন্দুধর্মের মূলে আঘাত হেনেছেন তাপসী ল²ীদেবীর লকেট পরে। অভব্য পোশাক পরে মুম্বাইয়ে র‌্যাম্পে হেঁটেছেন তিনি ১২ মার্চ। তার বেশভূষার সঙ্গে এ ধরনের হার পরা ঈশ্বরের অবমাননা ছাড়া কিছুই নয়। ঘটনার তীব্র প্রতিবাদ করছি।’ একলব্য আরো জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এই বিষয়ে মুখ খোলেননি তাপসী। সমালোচনার মুখে দমে যাওয়ার পাত্রী তিনি নন, এ কথা আগেও বারবার বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। নিজের পোশাক ও গহনা নিয়ে নিন্দার এই জবাবে কী বলেন তাপসী, এখন সেটাই দেখার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়