বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : সেন্টমার্টিনে ৭ লাখ পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্স গতকাল মঙ্গলবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপকূল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য বোটটিকে থামার সংকেত দেয়া হয়।
এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। পলিথিনে মোড়ানো বাদামি রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় চলে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি করে ৭ সাত লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়