বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

কালিয়াকৈরে বনের জমি উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট এলাকায় পৃথক দুটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি বন বিভাগের কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, সম্প্রতি বনের জমিতে অবৈধভাবে গড়ে উঠা উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ওসমান আলীর আধাপাকা বাড়ি ও মাসুমা বেগমের ৫টি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। এতে বন বিভাগের কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সম্পদ উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন ও চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ। উপজেলার চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সরকারি বন বিভাগের জমি উদ্ধার করা হয়েছে। আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বনের জমিতে নতুন করে আর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়