বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

কানে হেডফোন : চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার নবীপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার নবীপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত রাশেদুল দিনাজপুর শিকদার এলাকায় অবস্থিত একটি বেকারিতে কর্মরত ছিলেন। সে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত যুবক রাশেদুল রবিবার ছুটি নিয়ে নিজ বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের মহিষমারি গ্রামের মুন্সিপাড়ায় আসেন। সকালে বাড়ি থেকে বের হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। নবীপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে পৌনে ৮টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়