১ মিনিট ‘ব্ল্যাকআউট’ : আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি

আগের সংবাদ

পাঠ্যবই কেলেঙ্কারি : গোয়েন্দা নজরদারিতে ৪ কর্মকর্তা

পরের সংবাদ

‘গ্যাসলাইট’ নিয়ে ফিরছেন চিত্রাঙ্গদা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন প্রথম ছবিতে। ভারত তো বটেই, ভারতের বাইরেও তার অভিনয়ের ভূয়সী প্রশংসা ছিল। তবে ক্যারিয়ারজুড়ে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন তিনি, বারবার কাজে এসেছে বিরতি। তাই নতুন নতুন ছবি এলেই বলা হয় ‘বিরতির পর’। তিনি আর কেউই নন, চিত্রাঙ্গদা সিং। ৩১ মার্চ মুক্তি পাবে চিত্রাঙ্গদার নতুন ছবি ‘গ্যাসলাইট’। গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। মডেলিং দিয়ে নজর কাড়ার পর তাকে দেখা যায় সিনেমায়। ২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে অভিষেক, প্রথম ছবিতেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। প্রথম ছবির পরই অভিনয় থেকে ৩ বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ দিয়ে। তবে ২০০৮ সালে ছবিটি যে সপ্তাহে মুক্তি পায়, সে সপ্তাহেই মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয় শৈল্পিক ঘরানার সঙ্গে পুরোপুরি বাণিজ্যিক সিনেমাও করেন চিত্রাঙ্গদা সিং। দেখা যায় ‘দেশি বয়েজ’, ‘আই, মি অওর ম্যায়’ ছবিতে। সিনেমা ছাড়াও হিন্দি, তামিল ছবির আইটেম গানেও পারফর্ম করেন তিনি। ২০২১ সালে সর্বশেষ ‘বব বিশ্বাস’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যায় তাকে, গত বছর ‘মর্ডান লাভ মুম্বাই’ দিয়ে হয় ওটিটিতে অভিষেক। চিত্রাঙ্গদা সিংকে এবার দেখা যাবে ‘গ্যাসলাইট’ ছবিতে। মার্ডার-মিস্ট্রি ঘরানার ছবিটিতে তার সঙ্গে আছেন সারা আলী খান ও বিক্রান্ত ম্যাসি। ৩১ মার্চ সরাসরি ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। অভিনয় কম করা প্রসঙ্গে ছবিটি মুক্তির আগে গনমাধ্যমে চিত্রাঙ্গদা বলেন, ‘বারবার একই ধরনের চরিত্রে প্রস্তাব পাই, তাই বেশি সিনেমা করি না। ঘুরেফিরে আমাকে গø্যামারার্স আর আবেদনময়ী চরিত্রের জন্য ভাবা হয়। এ ধরনের চরিত্র করতে করতে আমি ক্লান্ত’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়