তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

ঈশ্বরদীতে গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ¦ালন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় শহীদদের স্মরণে পাবনার ঈশ্বরদীতে মোমবাতি প্রজ¦ালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব চত্বরের বধ্যভূমি বেদীতে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা দেয় ঈশ্বরদী প্রেস ক্লাব।
কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারীর আতম শহিদুজ্জামান নাসিম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়