প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

স্বপ্নযাপন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঘুম ভেঙে যায় খুব সকালে। চোখ মেলি না। নৈমিত্তিক খুচরো আওয়াজ ভেসে আসতে থাকে…
অথচ আমার চোখের ঝুলবারান্দায় ক্রমাগত লুকোচুরি খেলে স্বপ্নের রঙিন বুদবুদ ও বিষণ্ন জাগরণ
জানি চোখ খুললেই আমার স্বপ্নসমগ্র হবে লোপাট।

জানি পাশে তুমি নেই, কিন্তু কি আশ্চর্য জানো! তোমার বানানো কফির গন্ধ পাই।
আমাদের স্বপ্নে লেগে থাকে ‘দ্য স্টারি নাইট’ এর পূর্ণাভা,
কখনো সানফ্লাওয়ারের কুসুম নরম হলুদ। এমন স্বপ্ন কার ভাঙতে ইচ্ছে করে?

জীবন জড়িয়েছি, যাপন নয়,
তবু কেন মনে হয় তুমিই কাপ্তেন তোমার হাতেই হাল আমার
সটান মাস্তুল।

কখনো কখনো স্বপ্ন জীবনের চেয়েও জাজ্বল্যমান হয়ে ওঠে।
জীবন যদি যাপন হয়, স্বপ্ন তাহলে হোক উদযাপন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়