প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

বিরহ তাহার

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিরহীর ঘরবাড়ি নিলামে উঠেছে,
বাড়ির খাজনা না দিয়ে থেকেছে
বছর বিশেক।

আজ সকাল দশটায় ঢোল পিঠিয়ে
জানিয়ে গেলো ঢোলক।
কাল পরশু নিলাম হবে
সোনা বিবির দোতলা বাড়ি।

বাড়িটি কিনেছি আমি হাজার টাকায়,
সেই সাথে বিরহীর চাদর, বিছানা।
তাকে বলেছি গোপনে
তুমি থেকে যাবে দোতলায়
আমি বাড়ির উঠানে।

গতরাতে বাঁকা বাগানের কালপেঁচা
বাড়ির উঠোনে এসে জানালো আমাকে,
বিরহিনী এখনি যাবে আমার সাথে
বিরহ, তুমি ভুলে যেয়ো অতীত স্মৃতি।

স্মৃতি যতোবার ভুলে যেতে চাই, স্মৃতি
এসে দুহাত জড়িয়ে ধরে।

কেঁদে কেঁদে জানায় আমাকে,
ভুলে যেয়ো সব কিছু
ভুলো না সোনা বিবির
বিরহের কথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়