নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

যুক্তরাষ্ট্র : কৃষ্ণসাগরে ফের নজরদারি ড্রোন ফ্লাইট শুরু

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : রাশিয়ার জঙ্গি বিমানের বাধার মুখে একটি মার্কিন নজরদারি ড্রোন পানিতে পড়ে ডুবে যাওয়ার ঘটনার পর কৃষ্ণ সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র ফের নজরদারি ড্রোন ফ্লাইট চালু করেছে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে ওই মার্কিন কর্মকর্তারা জানান, গত শুক্রবার ওই অঞ্চলে একটি আরকিউ-৪ গেøাবাল হক উড়িয়ে যুক্তরাষ্ট্র মিশন আবার শুরু করেছে।
কর্মকর্তাদের মধ্যে একজন জানান, নজরদারি ড্রোন সংক্রান্ত মঙ্গলবারের ওই ঘটনার পর এটিই এ ধরনের প্রথম ফ্লাইট। মঙ্গলবারের ওই ঘটনার পর থেকেই পেন্টাগনের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলে আসছিলেন, একটি নজরদারি ড্রোন হারানোর পরও ওয়াশিংটন এ ধরনের মিশন বন্ধ করবে না। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন এমকিউ-৯ নজরদারি ড্রোন ডুবিয়ে দেয়া যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ঘটা প্রথম সরাসরি ঘটনা। এ ঘটনায় ওয়াশিংটন ও মস্কো প্রকাশ্যে একে অপরকে দায়ী করেছে, এতে দুইপক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ঘটনার সময় রাশিয়ার দুটি এসইউ-২৪ জঙ্গি বিমান মার্কিন মানুষবিহীন আকাশযানটির চারপাশে বেপরোয়াভাবে উড়াউড়ি করেছে।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে কয়েকবার ‘তীক্ষè বাঁক নেয়ার পর’ ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে গত বৃহস্পতিবার পেন্টাগন একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, রাশিয়ার একটি এসইউ-২৭ জঙ্গি বিমান ড্রোনটির খুব কাছে এসে জ্বালানি তেল ছেড়ে দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন ড্রোনটি উড়ার সময় এটিকে ক্ষতিগ্রস্ত করতেই রুশ জঙ্গি বিমানটি এমন করেছে।
আরেকটি রুশ জঙ্গি বিমান কাছ দিয়ে উড়ে যাওয়ার পর ড্রোনটির ভিডিও ফিড বন্ধ হয়ে যায়, এমনটিও দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে। পেন্টাগন বলেছে, রাশিয়ার একটি জঙ্গি বিমানের সঙ্গে ড্রোনটির সংঘর্ষের ফলে ঘটনাটি ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়