শাহজালাল বিমানবন্দর : মশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনজনের মতামত চান হাইকোর্ট

আগের সংবাদ

ফের ‘ভেরিফিকেশন’ নাটক! : মিয়ানমার থেকে আসা ১৭ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

পরের সংবাদ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি আহত ১

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই দল দুস্কৃতকারীর মধ্যে গোলাগুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা শিবিরের বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (৩০) ওই ক্যাম্পের নুর কামালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার সকালে ওই রোহিঙ্গা ক্যাম্পে বহিরাগত কিছু সশস্ত্র দুষ্কৃতকারী ঢোকার চেষ্টা করে। এ সময় ক্যাম্প থেকে প্রতিপক্ষের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে অনন্ত ১০ মিনিট গোলাগুলি চলে। পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়